দেশের জন্য ক্ষতি মানতে রাজি আমির খান!
প্রকাশ: ২০১৬-১১-১৩ ১৩:২৭:৪৭
সম্প্রতি ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের কারণে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড তারকারাও নানা ভোগান্তির স্বীকার হয়েছেন বলে জানা যায়। তবে এই ভোগান্তিটুকু সহ্য করার মতো বলে মনে করছেন বলিউড সুপার স্টার আমির খান।
তিনি জানান, দেশের জন্য যা ভালো, সেটাই আমাদের করা উচিত। তার জন্য কিছুটা সমস্যা আমরা মেনে নিতেই পারি। সম্প্রতি ‘দঙ্গল’ -এর মিউজিক লঞ্চ অনুষ্ঠানে এসে মোদীর এই পদক্ষেপের প্রশংসা করে আমির খান বলেন, কালো টাকা উদ্ধারে মোদী-জী যে কাজটা করলেন তা সত্যিই প্রশংসনীয়।
এতে যদি আমার ছবির ক্ষতিও হয়, আমি তা দেশের জন্য হাসি মুখে মেনে নেব। ভারতে কালো টাকা উদ্ধার ও জালনোট অপসরণে ৫০০ ও ১০০ রুপির নোট বাতিল করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। জানা যায়, মোদীর এই ঘোষণায় পর অনেকের পায়ের নীচের মাটি সরে গেছে।