বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক এমদাদুল হক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-১৯ ১৮:১৬:২৫


অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এমদাদুল হককে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

বিচারপতি মো. এমদাদুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণের পর ১৯৭৮ সালের ২০ নভেম্বর মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে নিয়োগ পেয়েছিলেন। এরপর ১৯৯৫ সালে পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন।

পরবর্তীকালে ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পরে ২০০৬ সালের ২৩ আগস্ট তিনি স্থায়ী হন।

এমদাদুল হক জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার ক্যানবেরো ও সিডনিতে ট্রেনিং, কর্মশালা ও সেমিনারে যোগ দিয়েছিলেন। এছাড়া ভারত, মালয়েশিয়া ও ফিলিপাইন সফর করেছেন।

বিএইচ