কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর অকাল মৃত্যু
প্রকাশ: ২০১৬-১১-১৩ ১৭:১২:১৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে কর্মরত অফিস সহকারী কাম ডাটা প্রসেসর মোঃ শহিদুল ইসলাম ফাহিম (২৭) আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন। রবিবার সকাল ১১টায় কুমিল্লার স্থানীয় একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।অদ্য দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
আজ রাত ৮ ঘটিকার সময় দ্বিতীয় জানাযা শেষে তাহার নিজ গ্রাম দেবিদ্বার উপজেলার বারেল্লাবহ গ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন।তিনি তাঁর স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। মৃত ফাহিম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্র্রলীগের সাবেক নেতা।
সানবিডি/ঢাকা/এসএ স