যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন জামায়াতের আমির

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-২১ ১৫:২৩:০৪


যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ইউরোপের দেশটি থেকে একটি ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এদিন বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন প্রমুখ তাকে অভ্যর্থনা জানান।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় যুক্তরাজ্যে বাংলা ভাষার গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ওই অনুষ্ঠানে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান তিনি।

এম জি