‘জঙ্গি’ বলে ডাকা হলো ব্যাটসম্যান আমলাকে!
প্রকাশ: ২০১৬-১১-১৪ ১৮:০৫:১৯
দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলাকে ‘জঙ্গি’ হিসেবে চিহ্ণিত করলেন গ্যালারিতে বসা এক অস্ট্রেলিয়ান সমর্থক! সম্প্রতি দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যায়। খেলার দ্বিতীয় টেস্টের দিন হোবার্টের বেলেরিভ ওভালে খেলা চলাকালে ওই সমর্থক তাকে এমন উক্তি করলেন।
এই নিয়ে দক্ষিণ আফ্রিকার অন্যতম ব্যাটসম্যান হাশিম আমলাকে দ্বিতীয় বারের মতো ‘জঙ্গি’ বলে ডাকা হলো। এর আগে ২০০৬ সাথে তাকে জঙ্গি বলেছিলেন ডিন জোন্স। তখন মাঠের সিসিটিভির ক্যামেরায়ও ধরা পড়েছিল জোন্সের কার্যকলাপ। আমলাকে জঙ্গি প্রমাণ করতে তিনি প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে এসেছিলেন। আর সেই প্ল্যাকার্ডে লেখা ছিল ‘টেররিস্ট’।
ঘটনার পরে তাকে মাঠ থেকে শুধু যে বের করে দেওয়া হয়েছিল তা নয়, পরবর্তী তিন বছরে অস্ট্রেলিয়ায় কোন ম্যাচই তিনি দেখতে পারবেন না বলেও আদেশ দেওয়া হয়েছিল। জানা যায়, দশ বছর আগে ধারাভাষ্য দেওয়ার সময় জোন্স ব্যাটসম্যান আমলাকে ‘জঙ্গি’ বলেছিলেন। তবে জোন্স ভেবেছিলেন যে, তিনি অফ-এয়ার আছেন। কিন্তু মাইক তখনও অন ছিল। ফলে তার গলার আওয়াজও শুনতে পায় গ্যালারিতে উপস্থিত দর্শক।
সানবিডি/ঢাকা/এসএস