সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাবিতে সঙ্গীত বিভাগের মানববন্ধন
প্রকাশ: ২০১৬-১১-১৫ ১৮:৪৯:০৪
নাসিরনগরসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে সঙ্গীত বিভাগের অধ্যাপক অসিত রায় বলেন, ‘যে চেতনায় আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, যে চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে আজ সাম্প্রদায়িক করার একটা অপচেষ্টা চলছে। এই স্বাধীনতা বিরোধী সত্ত্বা একাত্তরেও মাথাচাড়া দিয়েছিল। আজ তারা সংখ্যালঘুদের ওপর হামলা করছে, তারা কোনো রাজনৈতিক দলের না। তারা হলো সন্ত্রাসী। এদের খুঁজে বের করে প্রশাসনকে শাস্তি নিশ্চিত করতে হবে।’
এসময় বিভাগের সভাপতি ড. পদ্মিনী দে বলেন, ‘এই যে আমরা এই সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নেমেছি, এটা আমাদের জন্য লজ্জার, জাতির জন্য লজ্জার। কেননা, এ ধরণের ঘটনা কাম্য নয়। প্রশাসনকে এসব ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শায়লা তাসমিন, ড. দীনবন্ধু পাল, প্রভাষক সোনিয়া শারমিন খানসহ বিভাগের প্রায় সকল শিক্ষার্থী।