এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি
প্রকাশ: ২০১৬-১১-১৬ ১৩:২৩:২০
২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি। পরীক্ষা সকাল ১০ থেকে ১টা এবং বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার চূড়ান্ত সময়সূচি অনুমোদন করে তা শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি ও মাদরাসা বোর্ডের দাখিলের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা প্রথমপত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। এসএসসিতে আগামী ১১ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১২ থেকে ১৬ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে।
মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১১ মার্চ। ১৫ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা বলা হয়েছে।