চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-২৭ ১২:১৪:১২
চট্টগ্রামে মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাতে পর্যন্ত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী হত্যাকাণ্ডের মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
এনজে