ইংল্যান্ড থেকে ৬১ কোটি টাকার পাসপোর্ট বুকলেট-লেমিনেশন ফয়েল কিনবে সরকার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-২৭ ১৬:১৮:১৯


চলতি অর্থবছরে (২০২৪-২৫) ইংল্যান্ড থেকে ৬১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১৫ লাখ পাসপোর্ট বুকলেট এবং ১৫ লাখ লেমিনেশন ফয়েল কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকের নির্ধারিত প্রস্তাবের বাহিরে সুরক্ষা সেবা বিভাগ থেকে ১৫ লাখ পাসপোর্ট বুকলেট ও ১৫ লাখ লেমিনেশন ফয়েল ক্রয়ের প্রস্তাব দেয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি আলোচনা করে অনুমোদন দিয়েছে।

এর প্রেক্ষিতে ইংল্যান্ডের এইচআইডি সিআইডি লিমিটেড থেকে ৬১ কোটি ২০ লাখ টাকা দিয়ে ১৫ লাখ পাসপোর্ট বুকলেট ও ১৫ লাখ লেমিনেশন ফয়েল কেনা হবে।

এছাড়া বৈঠকে গম, সার, সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা বলেন, সরকার অত্যাবশ্যকীয় পণ্যের প্রতি বেশি নজর দিচ্ছে। তাই এসব পণ্য আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে জানিয়ে তিনি বলেন, পণ্যের আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে। সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে।

 বিএইচ