ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-২৭ ১৬:১৯:১৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেকের এক উদ্যোক্তা পরিচালক ১ কোটি ২১ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা পরিচালক এম. রেজাউল আলম ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা পরিচালক তার কন্যা রোশমি রুহির কাছে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার এবং তার স্ত্রী ফাহিমা হোসনার কাছে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর করবেন। শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করা হবে।
আগামী ২৫ নভেম্বরের মধ্যে শেয়ারগুলো হস্তান্তর সম্পন্ন করা হবে।
এসকেএস