ত্রিশালে আ.লীগ-যুবলীগ সংঘর্ষে নিহত ১
প্রকাশ: ২০১৬-১১-১৬ ১৭:৪১:০৭
ময়মনসিংহের ত্রিশালে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে সাইফুল মোল্লা (৪০) নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার বালিপাড়ায় এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, দুপুরে বালিপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল এবং একই ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক আবদুল বারীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।