বুনিয়াদি প্রশিক্ষণ না পাওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

আপডেট: ২০২৪-১১-২৭ ২১:৩৭:০৯


মাউশির আওতাধীন জাতীয়করণকৃত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা যাদের চাকরি নিয়মিতকরণ হয়েছেন কিন্তু বুনিয়াদি প্রশিক্ষণ পাননি, এমন শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদানের জন্য তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক মো. আনোয়ারুল আউয়াল খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে ২০০০ বিধিতে আত্তীকৃত হয়ে কর্মরত আছেন এবং ইতোমধ্যে নিয়মিতকরণ হয়েছেন কিন্তু বুনিয়াদি প্রশিক্ষণ পাননি, এমন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদানের জন্য ডাটাবেজ তৈরি করা হবে। এ লক্ষ্যে যে সব শিক্ষক/কর্মকর্তা প্রশিক্ষণ বিহীন আছেন, তাদের তথ্য নিম্নোক্ত (https://forms.gle/MKQaMC2V46HWj4R M9) লিংকের গুগল ফরম পূরণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে।

বিএইচ