আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে জাবিতে মানব পতাকা প্রদর্শন ও মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১১-২৯ ২০:১৩:৪৯


আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীরা ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি এবং মানব পতাকা প্রদর্শন করেছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

মিছিলে শিক্ষার্থীরা “ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি”, “ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ”, “জায়নাজম নিপাক যাক, ফিলিস্তিন মুক্তি পাক”, “জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস” ইত্যাদি স্লোগান দিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান।

সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় বাংলা বিভাগের শিক্ষার্থী মহিবুর রহমান মুহিব বলেন, “গত বছরের ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত ৪৪ হাজারেরও বেশি নারী, শিশু ও সাধারণ মানুষ ইসরাইলি বর্বরতায় শহীদ হয়েছেন। বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। আমাদের দাবি, মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাক।”

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফিলিস্তিনি শিক্ষার্থী ইসহাক বলেন, “আমাদের দেশে দীর্ঘ সময় ধরে গণহত্যা চালানো হচ্ছে। বেসামরিক জনগণের ওপর অব্যাহত এই অত্যাচারে মানবিকতার সংকট দেখা দিয়েছে। আমরা বাংলাদেশিদের ধন্যবাদ জানাই, তারা সবসময় ফিলিস্তিনের পাশে ছিলেন। আমরা বিশ্বাস করি, এই জুলুম একদিন শেষ হবে।”

একই দিন বিকেলে শহিদ মিনার প্রাঙ্গণে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে মানব পতাকা প্রদর্শনের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা মানব পতাকার মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম. মাহফুজুর রহমান বলেন, “ফিলিস্তিনিদের ওপর চলমান নৃশংস গণহত্যার জন্য ইসরাইলের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষক দেশগুলোও দায়ী। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “জায়নিস্টদের মাধ্যমে আরবদের ভূমি দখল করে ফিলিস্তিনিদের নিঃস্ব করা হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। মুসলিম বিশ্বের ঐক্য এখন সময়ের দাবি।”

দিনব্যাপী কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। কর্মসূচির মাধ্যমে জাবি শিক্ষার্থীরা ফিলিস্তিনের প্রতি তাদের সংহতি ও সমর্থন প্রকাশ করেন।

বিএইচ