ক্ষমা চাইলেন ‘মাতাল’ রুনি
প্রকাশ: ২০১৬-১১-১৭ ১৬:৩৪:৩৪
অবেশেষে নিজের কৃতকর্মের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ওয়েইন রুনি। ইংল্যান্ড অধিনায়কের দেশ এবং ক্লাবের হয়ে সময়টা ভাল যাচ্ছে না। এরই মধ্যে নতুন বিতর্কে জড়ালেন তিনি। গত শনিবার বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারায় ইংল্যান্ড। ওই ম্যাচ শেষে ইংল্যান্ডের খেলোয়াড়রা এক নৈশ পার্টিকে অংশ নেয়। রুনিও ছিলেন তাদের সঙ্গে। ওই পার্টির পর একটি বিয়ের অনুষ্ঠানে যান তিনি।
আর সেখানে গিয়ে সবার সামনেই মদ গেলেন রুনি। ভোর সাড়ে চারটা পর্যন্ত মাতাল হয়ে ছিলেন। তার মদ খাওয়ার একটি ভিডিও ও কিছু ছবি প্রকাশ হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনার ঝড়। তার মতো মানুষের সবার সামনে মদ খেয়ে মাতলামি করা ঠিক নয় বলে সমর্থকরা মনে করেন।
ওই ঘটনার জন্য সমর্থক, কোচ ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে ক্ষমা চাইলেন রুনি। সেদিন ছুটি থাকলেও সবার সামনে অমন করা ঠিক হয়নি বলে ভুল স্বীকার করে নিলেন তিনি। পরে মঙ্গলবার স্পেনের বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলে ইংল্যান্ড। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ইনজুরির কারণে ওই ম্যাচে খেলতে পারেননি রুনি।