মারাঠি ছবির রিমেক দিয়ে যাত্রা শুরু জাহ্ণবীর
প্রকাশ: ২০১৬-১১-১৭ ১৬:৫৭:৪২
ব্লকবাস্টার মারাঠি ছবি ‘সায়রাত’ এর রিমেক দিয়ে বলিউডে যাত্রা শুরু হচ্ছে শ্রীদেবী-বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবীর। ছবিটি প্রযোজনা করবে করণ জোহরের প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন। আগামী বছরেই ছবির নির্মাণ কাজ শুরু হবে।
চলতি বছরে বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা করে সাড়া ফেলে দিয়েছিল ‘সাইরাতֹ’। আঞ্চলিক গণ্ডি ছাড়িয়ে তার খবর ছড়িয়েছিল পুরো ভারতেই। সেরা বিদেশি ছবির অস্কার মনোনয়নের দৌড়েও প্রতিযোগিতায় নেমেছিল এটি।