দ্যা স্কলারস ফোরাম ঢাকার বৃত্তি পেল ৩৯২ মেধাবী শিক্ষার্থী
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-১১-৩০ ২০:৫২:০৪
দ্যা স্কলারস ফোরাম ঢাকার বৃত্তি পরীক্ষার ২০২৪ এর ফল প্রকাশিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর এক মিলনায়তনে ফল ঘোষণা করেন দ্যা স্কলারস ফোরাম ঢাকার পরিচালক আলাউদ্দিন আবির
এর আগে দ্যা স্কলারস ফোরাম ঢাকা ২০২৪ বৃত্তি পরীক্ষার ফলাফল আলাউদ্দিন আবিরের হাতে তুলে দেন ফোরামের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সাইফুল।
এবারের পরীক্ষায় রাজধানীর ২১৩ টি স্কুল ও মাদ্রাসার মোট ৭১৩৯ জন শিক্ষার্থী বৃত্তি ফরম পূরণ করে। পরীক্ষায় অংশ নেয় ৬৮৮০ জন শিক্ষার্থী। ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে সর্বমোট ৩৯২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
ফল ঘোষণা অনুষ্ঠানে পরিচালক আলাউদ্দিন আবির বলেন, গত ২৫ অক্টোবর পরীক্ষা নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পেরেছি। এতে আমরা খুবই আনন্দিত। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন ও ফল প্রকাশ দ্রুত হওয়ায় তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, ১৯৯৫ সালে দ্যা স্কলারস ফোরাম ঢাকা প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটানোর জন্যই এই ফোরাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় গত ২৮ বছর ধরে অংশ নিচ্ছে। দেশে শিক্ষিত লোকের অভাব নেই, তবে সুশিক্ষিত মানুষের খুবই অভাব। স্কলারস ফোরাম সেই সুশীক্ষিত মানুষ গড়ার কাজ করছে।
সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আতিকুল ইসলাম, ওমর ফারুক ফাহিম, আবু জাফর রিমন, তাহসিন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য দ্যা স্কলারস ফোরাম ঢাকা বৃত্তি প্রদান ছাড়াও শিক্ষার্থীদের মাঝে নানান কাজ করে থাকে। এককালীন বৃত্তি প্রদান,শিক্ষা সহায়তা; শিক্ষা উপকরণ বিতরণ;গরিব মেধাবী ছাত্র সহায়তা, ব্লাড গ্রুপিং, ফ্রি চিকিৎসা প্রদান, উচ্চ শিক্ষায় আগ্রহী করার জন্য ক্যারিয়ার গাইড লাইন-এর মধ্যে অন্যতম।
এএ