সব ভেদাভেদ ভুলে একসঙ্গে নির্বাচন করব : আইভী

প্রকাশ: ২০১৬-১১-১৯ ১১:০৪:৩৪


aibe-ivনারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘সব ভেদাভেদ ভুলে আমরা একসঙ্গে নির্বাচন করব।’

শুক্রবার রাতে মনোনয়ন পাওয়ার পর নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি ঢাকা থেকে নারায়ণগঞ্জে গিয়ে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আইভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড আমাকে নৌকা উপহার দিয়েছেন। আগামী ২২ ডিসেম্বর নির্বাচনে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীকে মেয়র পদ উপহার দেব।’

তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মধ্যে কোনো বিভক্তি নেই। এখানে তৃণমূল নেতা-কর্মীরা সকলেই এক। আমরা সকলে মিলেই নির্বাচন করব।’