ট্রাম্প ইউনিভার্সিটির মামলা নিষ্পত্তি ২ কোটি ৫০ লাখ ডলারে
প্রকাশ: ২০১৬-১১-১৯ ১১:৪৪:৫২
২ কোটি ৫০ লাখ ডলারে ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের ৩টি মামলা নিষ্পত্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে মামলা করে। সে শিক্ষার্থী থাকা অবস্থায় ৩৫ হাজার ডলার ব্যয় করে রিয়েল স্টেট ব্যবসা বিষয়ে পড়ালেখা করে।
এর আগে ট্রাম্প বারবার বলেছিল, মামলা নিষ্পত্তির জন্য অর্থ ব্যয় করবেন না তিনি। অ্যাটর্নি জেনারেল এরিক শেনেইডারম্যান বলেন, এই নিষ্পত্তি বেশ ‘অবাক’ করার মত এবং ‘বিপরীতার্থক’ এবং এই নিষ্পত্তির মাধ্যমে আসলে মামলাকারীর জয় হল।
নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তিনটি প্রতারণার মামলা করা হয়। সেখানে জানানো হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঠিক পথ দেখাচ্ছে না এবং তারা তাদের করা ওয়াদা পূরণ করেনি।
এই তিন মামলার একটির শুনানি সান দিয়েগোতে ২৮ নভেম্বর হওয়ার কথা রয়েছে। অবশ্য ট্রাম্পের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করবেন বলে জানা গেছে। বিবিসি।