পুলিশের সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-০২ ১২:২০:১৫
গুম করে নির্যাতন এবং জুলাইয়ে এক ছাত্র হত্যা মামলায় পুলিশের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের সাবেক এ দুই কর্মকর্তাকে হাজিরের আদেশ দেন।
ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খান নামে একজনের মৃত্যুর মামলায় মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিন বর্তমানে কারাগারে আছেন।
বরিশাল মহানগর এলাকা থেকে গত ১৩ নভেম্বর রাতে আলেপ উদ্দিনকে গ্রেফতার করা হয় এবং একই দিন ভোরে রাঙ্গামাটির কাউখালী এলাকা থেকে মহিউদ্দিন ফারুকীকে গ্রেফতার করা হয়।
বিএইচ