সংবিধান সংস্কার নয়,পুনর্লিখনের প্রস্তাব নাগরিক কমিটির
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-০৩ ১৫:৫০:৫৬
সংবিধান সংস্কার নয়, নতুন করে পুনর্লিখনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে অভ্যুত্থানকারী তরুণদের প্ল্যাটফরম জাতীয় নাগরিক কমিটি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে এ প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির ৭ সদস্যের প্রতিনিধি।
দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমকে তারা জানান, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানানো হয়েছে সংবিধান সংস্কার কমিশনের কাছে। সংবিধান রচনার পর গণপরিষদই রূপ নেবে আইনসভায়।
তারা আরও জানান, সংবিধানে দ্বিতীয় প্রজাতন্ত্রের ঘোষণা অন্তর্ভুক্ত, দুইবারের বেশি কোনো ব্যক্তির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না হওয়া, সরকারের মেয়াদ চার বছর করার দাবি জানানো হয়েছে জাতীয় নাগরিক কমিটির ৬৯ দফা প্রস্তাবনায়।
বিএইচ