পুলিশের সুনাম ফিরিয়ে আনার চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার
আপডেট: ২০২৪-১২-০৩ ২১:০৯:০৩
ভবিষ্যতে পুলিশকে যাতে রাজনৈতিক ব্যক্তিরা ব্যবহার করতে না পারে সে বিষয়টি ভাবতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)কমিশনার শেখ মো.সাজ্জাদ আলী।
তিনি বলেন, জুলাই-আগষ্টের আন্দোলনে গুলি চালানোর ঘটনায় পুলিশ দুঃখিত। পুলিশের হারানো সুনাম ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পুলিশ ছাড়া সমাজের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
মঙ্গলবার(৩ ডিসেম্বর) রাজধানীর মহাম্মদপুর এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ব্যাটারিচালিত অটোরিকশা সম্পর্কে তিনি বলেন, যেই হারে অটোরিকশা বাড়ছে ,তা পুরো রাস্তা দখল করে ফেলবে। তারপর আপনারা ঘরের বাইরে যেতে পারবেন না। এমনটা হতে দেওয়া যাবে না। আমাদের উচিৎ স্বল্প দূরুত্বের রাস্তায় অটোরিকশায় না উঠা।
সবাই অটোরিকশায় ইনভেস্ট করছে। বর্তমানে ১ লাখ টাকা ব্যাংকে রাখলে মাসে পাবে এক হাজার টাকা। আর ১০ লাখ টাকা ইনভেস্ট করে ৫টা অটোরিকশা নামালে দৈনিক পায় ৫হাজার টাকা, তাহলে খারাপ কি!
তিনি বলেন, যদি এভাবে সবাই ইনভেস্টে নেমে যান তাহলে আমাদের চলাচলের রাস্তা থাকবে না। আমরা অসুস্থ হলে অ্যাম্বুলেন্স রাস্তা দিয়ে চলতে পারবে না। যে অটোরিকশা গুলো আছে তা থেকে আর একটাও বৃদ্ধি পাবে না।
এম জি