আজ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে কনফিডেন্স সিমেন্ট
সানবিডি২৪ আপডেট: ২০২৪-১২-০৪ ০৮:১৬:২১
আজ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র মতে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশ নির্দিষ্ট সময়ের মধ্যে বিতরণ করেনি। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।
আজ বুধবার (০৪ ডিসেম্বর) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
ডিএসই সূত্র মতে, ৩০ জুন ২০২৪ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর পুরোটাই নগদ। এ সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ৭৩ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য গত ১০ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করেছে। আইন অনুযায়ী এজিএম করার ৩০ দিনের মধ্যে লভ্যাংশ বিতরণ করতে হয়। নির্ধারিত সময়ে লভ্যাংশ বিতরণ না করায় কোম্পানিকে জেড ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে।
৩০ জুন ২০২৩ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিলো। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। ওই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ৩ টাকা ৩১ পয়সা।