বাইব্যাকে ৬০০ কোটি ডলারের শেয়ার কিনছে ফেসবুক

প্রকাশ: ২০১৬-১১-১৯ ১৮:৫২:৩০


STANFORD, CA - JUNE 24:  Facebook CEO Mark Zuckerberg speaks on a panel discussion with U.S. president Barack Obama during the 2016 Global Entrepreneurship Summit at Stanford University on June 24, 2016 in Stanford, California. President Obama joined Silicon Valley leaders on the final day of the Global Entrepreneurship Summit.  (Photo by Justin Sullivan/Getty Images)

মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের প্রথম প্রান্তিকে এই শেয়ার ক্রয় শুরু হবে। ফেসবুকের পরিচালনা পর্ষদ ৬০০ কোটি ডলারের শেয়ার পুনঃক্রয়ের ঘোষণা দিয়েছে।

তবে শেয়ার ক্রয় কতদিন চলবে বা শেষ সময় কবে তা জানানো হয়নি।

এ খবরে কোম্পানিটির শেয়ার দর নাসডাকে শেষ কার্যদিবসে ১ শতাংশ বেড়ে যায়।

এ বছর কোম্পানির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না- এমন খবরে গত কয়েকদিনে কোম্পানিটির শেয়ার দর ৮ শতাংশ পর্যন্ত কমে যায়। একদিনেই ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গকে ৩০০ কোটি ডলার খোয়াতে হয়।