সিএসইর পরিচালক হলেন শাহজাদা মাহমুদ চৌধুরী
সানবিডি২৪ আপডেট: ২০২৪-১২-০৪ ১৯:৫৩:১৪
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক হয়েছেন আলফা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহজাদা মাহমুদ চৌধুরী। কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সিএসইর পরিচালক নির্বাচিত হয়েছেন।
তিনি এর আগেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি প্রগতি শিপিং (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।
শাহজাদা মাহমুদ চৌধুরী এমএনসি প্যাকেজ লিমিটেডের পরিচালক। তিনি বিজিএপিএমইএর উপদেষ্টা এবং সাবেক ১ নং সহ-সভাপতি। এছাড়াও তিনি বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি চিটাগং ক্লাব লিমিটেড এবং ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের আজীবন সদস্য।
এএ