ভারতের কানপুরে ট্রেনের ১৪ বগি লাইনচ্যুত, নিহত ৪৫
প্রকাশ: ২০১৬-১১-২০ ১১:০২:৫১
ভারতের উত্তর প্রদেশের কানপুরে ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। ইন্দোরে-পাটনা এক্সপ্রেসে রবিবার ভোর রাতে কানপুর শহরের নিকটে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহতের পরিমাণ আরো অনেক বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে উদ্ধারকারী দলটি জানায়, মাত্র উদ্ধার কাজ শুরু করা হয়েছে ট্রেনটির দুমড়ে-মুচড়ে যাওয়া বগি থেকে এখনও মানুষকে টেনে বের করা হচ্ছে।
এই ঘটনায় ১০০ জনের বেশি আহত হয়েছেন। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।