ইবি হবে আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়:ভিসি

প্রকাশ: ২০১৬-১১-২০ ১৩:০৭:১৮


iu.sunbdইসলামী বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও আন্তজৃাতিক মানের বিশ্ববিদ্যলয়ে রূপান্তর করার ঘোষনা দিযেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রাশিদ আশকারী। এছাড়াও সমসাময়িক বিশ্ববিদ্যলয়ের সাথে পাল্লা দিয়ে আরো কিছু নতুন বিভাগ খোলার পরিকল্পনা করেন। শনিবার বেলা দেড়টায় ইবি প্রেস ক্লাবের সাথে আয়োজিত এক মতবিনিময় কালে বক্তব্যে দেন।

মতবিনিময় কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রাশিদ আসকারী বলেন,“ইতোমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের সেশন জট নিরসনের ক্ষেত্রে প্রতিটি বিভাগ থেকে উল্লেখ যোগ্য সাড়া পেয়েছি। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে ইসমলামী বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশন জট মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করবো। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা দূরীকরনে ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি।”

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়কে সম্পুর্ন দূর্নিতী মুক্ত রাখতে প্রশাসন বদ্ধ পরিপক্কর। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্তরে আমরা দূর্নিতী মুক্ত রাখতে চাই। বিশ্ববিদ্যালয়য়ের সকল খরচ কমিয়ে আনতে নিরলস প্রচেষ্টাা করে যাচ্ছি। আমার দায়িত্ব গ্রহণের আড়ায় মাসের মধ্যে প্রায় ৭০ লক্ষ টাকা সঞ্চয় করতে সক্ষম হয়েছি। বিশ্ববিদ্যালয়কে বাহারী রূপে সাজাতে বর্তমান প্রশাসন বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। বিশ্ববিদ্যালয়কে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান প্রশাসন নিরলস প্রচেষ্টা চালাচ্ছি।”এছাড়া ও তিনি আসন্ন সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় শতভাগ নকল মুক্ত ও ভর্তি বানিজ্য দুরীকরনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যেক কর্তা ব্যাক্তি ও প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সজাগ থাকার আহ্বান ব্যক্ত করেন ।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, ইবি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলো বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুস সাকিব, যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক ইকবাল হুসাইন রুদ্রসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।

সানবিডি/ঢাকা/এসএস