‘অ্যাকশন কুইন’ সোনাক্ষী

প্রকাশ: ২০১৬-১১-২০ ১৩:১১:১৪


sonakshi-sinhaবলিউডে হালের আলোচিত অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ‘অ্যাকশন কুইন ’ বলে তাকে ডাকছেন বলিউড প্রেমিরা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘ ফোর্স-টু’।

এই চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে কথা বলেছেন তিনি। প্রশ্ন ছিল অ্যাকশন কুইন বলে ডাকছেন আপনাকে, কেমন লাগে শুনতে?

জবাবে বলেন, আমার দুটো অ্যাকশন ছবি পরপর মুক্তি পেয়েছে বলেই হয়তো দর্শকরা এ নামে ডাকছেন। তবে অ্যাকশন কুইন ডাক শুনতে ভালোই লাগে।

কখনও কি ভেবেছিলেন, অ্যাকশন ছবিতেও দর্শক আপনাকে সানন্দে গ্রহণ করবেন? জবাবে বলে, তা ভাবা হয়নি। অভিনয়ে এসেছি, সব ধরনের ছবিতেই যেন কাজ করতে পারি সেটা ভেবেই নিজেকে তৈরি রেখেছি সবসময়।

আর একটা কথা, ‘আকিরা’ আর ‘ফোর্স টু’-এর জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অ্যাকশনধর্মী ছবিতে শট দিতে গেলে প্রচুর পরিশ্রমের দরকার হয়। অন্যদিক থেকে দুটো অ্যাকশন ছবি পরপর এসে যাওয়ায় সুবিধাও হয়েছিল। আকিরা আগে মুক্তি পেয়েছে। এরপর ফোর্স টু শুরু করেছি। ‘আকিরা’য় অ্যাকশন দৃশ্যের জন্য আমাকে যে প্র্যাকটিস করতে হয়েছিল সেটাই ‘ফোর্স টু’র জন্য সহায়তা করেছে।

‘ ফোর্স-টু’ ছবির দৃশ্যধারণ হয় বুদাপেস্ট শহরে। এ ব্যাপারে সোনাক্ষী বলেন, বুদাপেস্ট আমার প্রিয় শহরের একটি। আমরা সব মিলিয়ে ৫০ দিন বুদাপেস্টে ছিলাম। আমি খুব ঘুরতে ভালোবাসি। যখন সুযোগ পেয়েছি শুটিং শেষ হওয়ার পর শহর ঘুরতে বেরিয়েছি। আর জন যখন সময় পেয়েছে তখনই জিমে গিয়ে ওয়ার্ক আউট করেছে।

আপনার হাতে এখন কয়টা ছবি জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘নূর’ ছবির কাজ করছি। পাকিস্তানি লেখক সাবা ইমতিয়াজের উপন্যাস থেকে নির্মিত হচ্ছে এটি। এ ছাড়াও কাজ করছি ‘ইত্তেফাক’ ছবিতে। দুটি ছবির গল্পই ভিন্ন ধাচের। চরিত্র ব্যতিক্রম।