সাক্ষাতের সময় চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিবে বিএনপি

প্রকাশ: ২০১৬-১১-২৩ ১৫:৫৭:৪৫


Fakhrulনির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সাক্ষাতের সুযোগ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিবে বিএনপি।

এ উপলক্ষে বুধবার (২৩ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে খালেদা প্রস্তাব উত্থাপনের পরই তার একান্ত সচিব এবি এম সাত্তার রাষ্ট্রপতির সামরিক সচিবকে ফোন দিয়ে সাক্ষাতের সময় চেয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সাড়া পাইনি। এরই পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) আবার সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেওয়া হবে।

সানবিডি/ঢাকা/এসএস