ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১২-১৫ ০৮:৫১:৫৮


ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে নদীতে কোনো ফেরি আটকে নেই বলে জানান নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

রোববার (১৫ ডিসেম্বর) রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

মো. ইকবাল হোসেন বলেন, রোববার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ঝুঁকিও রয়েছে চলাচলে। তাই ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে ঘাটে তেমন গাড়ি নেই।

এই রুটে ছোটবড় মিলে ৬টি ফেরি চলাচল করে নিয়মিত। রাত ১১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বিএইচ