বাণিজ্যিক উৎপাদনে পিটিএলের সোলার প্লান্ট

সানবিডি২৪ আপডেট: ২০২৪-১২-১৭ ১১:৩৫:১২


বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির সহযোগী প্রতিষ্ঠান ডায়নামিক সান এনার্জি পাওয়ার প্রাইভেট লিমিটেড। গত ২৩ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এই বিষয়ে গত ১৫ ডিসেম্বর কোম্পানিকে চিঠি দিয়েছে বিপিডিবি।

কোম্পানি সূত্র মতে, পাবনা সদরের ভবানীপুর ও রতনপুর মৌজায় ডায়নামিক সান এনার্জি পাওয়ার ১০০ মেগাওয়াট সৌর পাওয়ার প্লান্ট করেছে। এই প্লান্টের মেয়াদ হবে ২০ বছর।

এছাড়াও কোম্পানিটির ৩০ মেগওয়াট ক্ষমতা সম্পূর্ণ আরও একটি সোলার পাওয়ার প্লান্ট রয়েছে। যার ৮০ শতাংশ শেয়ারের মালিক প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। কোম্পানিটির ৬০ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকী শেয়ারের মধ্যে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১০ দশমিক ৮৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৩০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৩ দশমিক ৮৯ শতাংশ শেয়ার।

২০২৪ জুন শেষে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।  এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।