ইসি নিয়ে বিএনপির প্রস্তাব তুচ্ছ নয়: খালেদা জিয়া
প্রকাশ: ২০১৬-১১-২৬ ১৫:৪০:০৬
নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালী করতে বিএনপির পক্ষ থেকে দেয়া প্রস্তাব নিয়ে আবারও আলোচনার দাবি জানিয়েছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি বলেছেন, এক তরফা ইসি গঠন হতে পারে না। সরকারি দল উড়িয়ে দিলেও এই প্রস্তাবটি বিএনপির একার নয় বা তুচ্ছ নয় বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।
খালেদা জিয়া প্রস্তাব দেওয়ার পর দাবির বিষয়ে সরকারের উদ্যোগহীনতার মধ্যে আজ শনিবার দুপুরে এক টুইট বার্তায় একথা বলেন বিএনপি প্রধান।
আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনে যখন প্রক্রিয়া শুরু হয়েছে তখন গত ১৮ নভেম্বর সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালী করতে ২০ দফা প্রস্তাব দেন খালেদা জিয়া। তিনি সার্চ কমিটির বদলে সব দলের সঙ্গে আলোচনা করে মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেন।
খালেদা জিয়া বলেন, যত দিন না মতৈক্য প্রতিষ্ঠা হবে, ততদিন আলোচনা চালিয়ে যেতে হবে।