‘আকিজের বৈদ্যুতিক গাড়ি দেশের পরিবহন খাতে নতুন মাত্রা যোগ করবে’
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-১২-১৭ ১৮:২১:৫৩
আকিজ মটরস দুই চাকার ইলেকট্রিক মটরসাইকেল, তিন চাকার গাড়ি, নারীদের ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ইলেকট্রিক রিকশা, ডেলিভারি ভ্যান, চার চাকার প্রাইভেট কার, অ্যাম্বুল্যান্স ক্লাব কার এবং এক টনের ইলেকট্রিক পিকআপ বাজারে এনেছে। টেকসই ও আধুনিক প্রযুক্তির এই ইলেকট্রিক যানবাহন বাংলাদেশের পরিবহন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আকিজ মটরসের কর্মকর্তারা জানিয়েছেন।
গত শনিবার ঢাকার তেজগাঁও আকিজ সেন্টারে আকিজ মটরসের আয়োজনে ‘ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি’ বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠানে আকিজ মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য জানান। এই সম্মেলনে বিভিন্ন ডিজাইন ও মডেলের আধুনিক ইলেকট্রিক মোটরসাইকেল ও ইলেকট্রিক গাড়ি ছাড়াও আকিজ মটরসের বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়।
দিনব্যাপী এই সম্মেলনে সারা দেশ থেকে ইলেকট্রিক ব্যবসার সঙ্গে জড়িত থাকা ব্যবসায়ীরা, ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড অটোমোবাইল উদ্যোক্তা, প্রকৌশলী, নীতিমালা প্রণয়নকারী ও আকিজ মটরসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আকিজ মটরস থেকে জানানো হয়, ‘সবার জন্য গাড়ি’ এই স্লোগানে আকিজ মটরস ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের আধুনিক সব যন্ত্রপাতি ব্যবহার করা হয়। বাংলাদেশের আবহাওয়া-জলবায়ু উপযোগী, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ কম, পরিবেশ সহায়ক গাড়ি উৎপাদন এবং সংযোজন ও অ্যাসেম্বল করে যাচ্ছে নিজস্ব কারখানায়।
চীনের বিখ্যাত মোটর কম্পানি সিনোট্রাকের সুদক্ষ ইঞ্জিনিয়ারদের সঙ্গে যৌথভাবে কাজ করছে আকিজ মটরস। বর্তমানে সিনোট্রাকের গাড়ি বিশ্বের প্রায় ১৩০টি দেশে রপ্তানি হচ্ছে, যা ব্যক্তিগত, বাণিজ্যিক ও সেবায় সর্বাধিক ব্যবহৃত হচ্ছে। সম্মেলনে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ডা. এ বি এম শাহিদুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. শামসুল হক, আকিজ মটরসের সিইও এস কে আমিনুদ্দিন উপস্থিত ছিলেন।
১৯৩৮ সালের দিকে ক্ষুদ্র পরিসরে অল্প পুঁজি নিয়ে ট্রেডিং ব্যবসা শুরু করেন মরহুম সেখ আকিজ উদ্দিন। মালিক-শ্রমিক সম্পর্কোন্নয়ন, গুনগত মান, ব্যবসায়ে সততা, জনগনের প্রতি দায়বদ্ধতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আকিজ গ্রুপ আজ বাংলাদেশ তথা বিশ্বে এক অন্যতম ও বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে পরিচিতি পেয়েছে।
বর্তমান লক্ষাধিক সুদক্ষ কর্মী বাহিনীর আন্তরিক প্রচেষ্টা, দক্ষতা ও পরিশ্রমের ফসল প্রায় অর্ধশতাধিক শিল্প প্রতিষ্ঠান ও জাতীয়–আন্তর্জতিক পর্যায়ের বিভিন্ন ধরনের স্বীকৃতি পেয়েছে। সেরা করদাতা ও রপ্তানি ট্রফি (স্বর্ণ) উল্লেখযোগ্য । আকিজ গ্রুপের প্রধান ও উল্লেখযোগ্য শিল্প,ব্যবসা ও সেবা প্রতিষ্ঠান গুলোর মধ্যে বিড়ি, কাঁচা পাট ,পাটের সুতা ও বস্তা, ক্রাষ্ঠ ও ফিনিসড লেদার, জুতা, টেক্সটাইল, প্রিন্টিং ও প্যাকেজিং, পার্টিকেল বোর্ড, খাদ্য ও পানীয়, সিমেন্ট, সিরামিক, এ্যাগ্র বেজ্ড, ওয়াইলড (কুমির প্রজনন কেন্দ্র) সিকিউরিটিজ (শেয়ার কেনা/বেচা),ক্যাপিটাল মেনেজমেন্ট, কম্পিউটার হার্ডওয়্যার-সফটওয়্যার, দেশ ব্যাপী সি.এন.জি ও এলপিজি ষ্টেশনের জ্বালানী সরবরাহ, বিভিন্ন ধরনের ব্যক্তিগত ও বানিজ্যিক গাড়ি সংযোজিত করা, আকিজ ফাউন্ডেশনের মাধ্যমে গুনগত শিক্ষার প্রসার, আকিজ-আদ্-দ্বীনের মাধ্যমে সারা দেশে স্বাস্থ্য খাতে প্রাথমিক থেকে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা ও মেডিকেল কলেজ পরিচালনা অন্যতম।
এএ