যুক্তি দিয়ে ইবিকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে চাই- উপাচার্য
প্রকাশ: ২০১৬-১১-২৬ ১৮:১২:০৮
‘যুক্তি দিয়ে ইসলামী বিশ্ববিধ্যালয়কে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে চাই। যে ইসলামী বিশ্ববিদ্যালয় জঙ্গিবাদকে না করে দিয়েছে, ধর্মীয় উগ্রবাদকে না করে দিয়েছে, কুসংস্কার অপবিশ্বাসকে না করে দিয়েছে, সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা, বুদ্ধির চর্চা, বিবেকের চর্চা, সংস্কৃতির চর্চার যে ক্ষেত্র সেটিকে আরো সুগম এবং সম্প্রসারতি করব’ কথাগলো বলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রাশিদ আসকারী। শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ৪র্থ আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমসয় তিনি আরা বলেন, ‘যুক্তি বুদ্ধির জয় সর্বত্র। ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত যুক্তির জয় জয়কার। আগামী জানুয়ারী মাসে ইসলামী বিশ্ববিদ্যলায়ে অনুষ্ঠিত আন্ত: বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সফলতা বয়ে আনার আশা ব্যাক্ত করেন।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, ‘জাগ্রত তারুন্যের যুক্তির জয়গান’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যলয়ে শুরু হয়েছে ৪র্থ আন্ত: বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা। শনিবার সকাল সোয়া ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রাশিদ আসকারী এক্ত বিতর্র্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম সাইফুর রহমানের উপস্থাপনায় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হারুন উর রাশিদ আসকারী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।
এছাড়াও উক্ত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠনে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।