ফুলবাড়িয়ায় ১৪৪ ধারা, মামলা দায়ের

আপডেট: ২০১৬-১১-২৮ ১৫:৪৫:২২


bikkhv-fulbaria-2ফুলবাড়িয়া ডিগ্রি কলেজসহ উপজেলা সদরের জুরবাড়িয়া থেকে ভালুকযান পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিরা তরফদার ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, রোববারের ঘটনায় দুটি মামলা হয়েছে। পথচারী সফর আলীর মৃত্যুর ঘটনায় তার ভাই হযরত আলী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। অন্যদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে আরেকটি মামলা করেছে।

প্রসঙ্গত, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজকে বাদ দিয়ে একই উপজেলার শেখ ফজিলাতুন্নেছা কলেজকে জাতীয়করণ করায় প্রায় দেড় মাস ধরে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। রোববার ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ চলাকালে সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হন।