বেসরকারি শিক্ষকদের শূন্যপদে বদলির নীতিমালা জারি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-১৯ ১৯:০৭:০৫


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া ইনডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। একইসঙ্গে গত আগস্টে জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার থেকে তাদের আমরণ অনশন কর্মসূচি ছিল। তবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা।

বিএইচ