এ্যানীর মামলার কার্যক্রম স্থগিতই থাকবে

প্রকাশ: ২০১৬-১১-২৮ ১২:১৪:৫৯


aniবিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে দুদকের দায়েরকৃত মামলার কার্যক্রমের ওপর হাইকোটের দেয়া স্থগিত আদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেয়।
এর আগে ১ সেপ্টেম্বর এ্যানীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের দায়েরকৃত জ্ঞাত আয়ের বর্হিভূত সম্পদ অর্জনের মামলা স্থগিত করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রিট টু আপিল করে দুদক।
আবেদনের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও এ্যানীর পক্ষে অ্যাডভোকেট জয়নাল আবেদীন শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ দুদকের আবেদন খারিজ করে দেয় বলে জানান এ্যানীর আরেক আইনজীবী জহিরুল ইসলাম সুমন।
প্রসঙ্গত, ২০১৪ সালের অক্টোবর মাসে এ্যানীর বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করে দু্দক।