নাটক ‘তুমি আমি ভীষণ একা’ আগামীকাল
প্রকাশ: ২০১৬-১১-২৮ ১৩:১৫:০০
ধারাবাহিক নাটক ‘তুমি আমি ভীষণ একা’ প্রচারিত হবে আগামীকাল রাতে। পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। অভিনয়ে দেখা যাবে সাবেরী আলম, খায়রুল আলম সবুজ, লীনা আহম্মেদ, আহসান হাবিব নাসিম, তমালিকা কর্মকার, মেহরীন নীসা, আলফি চৌধুরী, রাজীব সালেহীন, শর্মিমালা, রুকসানা হীরা, দীপাম্বীতা মাটিন, করভী মিজান প্রমুখ।
সামাজিক গল্প আর নগর জীবনের নানা ঘটনায় সাজানো হয়েছে ধারাবাহিক এ নাটক। নাটকটির অন্যতম অভিনয়শিল্পী সাবেরী আলম, নাটকে তার নাম শাহনাজ।
শাহনাজ একজন ইন্ডিপেন্ডেন্ট গৃহিণী। তার কোনো সন্তান নেই। পরিবারের সব দিকে খেয়াল রাখতে হয় তাকে। চাকরি ও পরিবার দুটোই সামলাতে হয়। সব মিলিয়ে ক্যারেক্টারটি পজিটিভ।