মহেশপুরে ব্যস্ত সময় পার করলেন শিল্পী মনির খান
প্রকাশ: ২০১৬-১১-২৮ ১৩:২২:১৯
ঝিনাইদহের মহেশপুরে ব্যস্ত সময় পার করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। গত তিনদিন ধরে মহেশপুর ও কোটচাঁদপুরের বিভিন্ন ইউনিয়নের গ্রামে-গ্রামে পথসভা শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক কর্মকাণ্ডে সময় কাটালেন তিনি।
সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে বিএনপির থানা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মনির খানকে এক নজর দেখার জন্য রাস্তার বিভিন্ন মোড়ে-মোড়ে ও অনুষ্ঠানস্থলে হাজার-হাজার নারী-পুরুষ ভিড় করেন।
পরে তিনি শ্যামকুড় ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান রফিকুল ইসলামের ১৮তম স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এ সময় মনির খান বলেন, আমি আপনাদের সন্তান। আপনারা যখন আমাকে ডাকবেন তখনই পাশে পাবেন। আপনাদের ভালোবাসায় আমি আজ মনির খান হয়েছি। আপনাদের সবার ভালো কাজের সঙ্গে আমি আাছি এবং থাকবো।
বিএনপি নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, দলের সিনিয়র নেতাদের সম্মান করতে হবে। যারা এখন রাজনীতিতে আসছেন তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে কাছে টানতে হবে। এ সময় মনির খান বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।