মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-২০ ১৮:১৯:০৪
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
শুক্রবার (২০ ডিসেম্বর) ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স (এফএমএম) মেলাকা শাখার চেয়ারম্যান জিমি অং কিম হেং এবং ফেডারেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বাংলাদেশের হাইকমিশনার।
এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ এবং প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীন।
বৈঠকে বাণিজ্য প্রচার, বিনিয়োগ সুবিধা, ডিজিটাল অর্থনীতি, দক্ষতা ভাগাভাগি এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালীকরণের ক্ষেত্রে সহযোগিতার সুযোগগুলো বিশেষভাবে উপস্থাপন করা হয়।
ফেডারেশনের নেতৃবৃন্দ বাংলাদেশ হাইকমিশনারকে অভ্যর্থনা জানান। বৈঠকে চেয়ারম্যান কিম হেং বাংলাদেশ হাইকমিশনারকে তাদের মিশন, দর্শন এবং প্রধান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
চেয়ারম্যান কিম হেং মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের মূল্যবান অবদানের প্রশংসা করেন।
হাইকমিশনার ফেডারেশনের মেলাকার নেতৃবৃন্দকে বাংলাদেশ সফর করে নতুন সহযোগিতার ক্ষেত্র অন্বেষণের জন্য আমন্ত্রণ জানান। বাণিজ্য বিষয় ছাড়াও হাইকমিশনার ফেডারেশনের সদস্যদের পাসপোর্ট এবং তাদের কর্মচারী বাংলাদেশি শ্রমিকদের অন্যান্য বিষয়ে মিশনের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করেন।
বাংলাদেশের রফতানি সম্ভাবনা এবং বিনিয়োগ পরিবেশ তুলে ধরে একটি ডিজিটাল উপস্থাপনা করা হয়। এসময় উভয় পক্ষই উপহার বিনিময় করে।
বিএইচ