আশরাফের বাসায় কাদের
প্রকাশ: ২০১৬-১১-২৮ ১৫:৩২:২০
গত অক্টোবরে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর ওবায়দুল কাদের আজ সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার বেলা ১২টার দিকে সৈয়দ আশরাফের হেয়ার রোডের বাসায় নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদকের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সাক্ষাৎকালে দু’জনের মধ্যে একান্ত আলাপচারিতা হয়। আলাপচারিতায় সৈয়দ আশরাফের সাত বছর সাধারণ সম্পাদক পদে থাকাকালীন কাজের অভিজ্ঞতা জানতে চান ওবায়দুল কাদের।
সৈয়দ আশরাফুল ইসলামকে দলীয় কার্যালয়ে আসার কথা বলেন ও সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে বলেন কাদের। সৈয়দ আশরাফ তাকে আন্তরিক সহযোগিতা করবেন বলে জানান।
ওবায়দুল কাদেরকে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আপনি আমার নেতা। আমি যখন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক তখন আপনি ছাত্রলীগের দফতর সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, সিনিয়র-জুনিয়র বিষয় নয়। আমরা সবাই এক সঙ্গে থাকবো। এ সময় ওবায়দুল কাদের সৈয়দ আশরাফুল ইসলামের অসুস্থ স্ত্রী’র শারীরিক অবস্থার খোঁজ-খবরও নেন।
সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন দলটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।