অস্ট্রেলিয়া হকির পোস্টার গার্ল আনা

প্রকাশ: ২০১৬-১১-২৯ ১৩:১৪:১৬


anaপেশাদার হকিতে আসার আগে সাংবাদিকতা করেছেন অস্ট্রেলিয়ার হকি দলের সদস্য আনা ফ্ল্যানাগান। আনার রয়েছে জার্নালিজম ডিগ্রি। বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারী খেলোয়াড়দের তালিকা করলে তাকে ছাড়া কিছুতেই করা সম্ভব হবে না।

তার সাক্ষাৎকার নিতে গিয়ে অস্ট্রেলিয়ার এক সাংবাদিককে শুনতে হয়েছিল, আপনাদের পেশাটা আমার দারুণ লাগে। আজও মন খারাপ হয়ে যায় সেই দিনগুলো মনে পড়লে। রাত বাড়লেই নিউজরুমের চাঞ্চল্য বেড়ে যাওয়াটা আমার দারুণ লাগত।

তবে টেনিসের মোহময়ী আনা কোর্নিকোভার মতোই হকির এই আনাও ম্যাগাজিনের প্রচ্ছদে আসায় রেকর্ড করে ফেলেছেন। খোলামেলা পোশাকেও বেশ কয়েকবার পোজ দিয়েছেন।

হকি দুনিয়ায় তিনি বেশি পরিচিত ‘ফ্লানো’ নামে। অসামান্য সুন্দরী আনাকে দেখে বোঝার উপায় নেই তিনি কতটা কড়া ডিফেন্ডার। ২০১৩ সালে সেরা প্রতিশ্রুতিমানের পুরস্কার পেয়ে তার উত্থান। তারপর দেশের হয়ে সাফল্যের সঙ্গে খেলেছেন প্রচুর ম্যাচ। অলিম্পিক্সেও খেলেছেন শেন ওয়ার্ন-দের দেশের মেয়ে।

তবে ওয়ার্নের মতোই বিতর্কিত তিনি। মদ্যপান করে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছেন। যে কারণে জাতীয় দল থেকেও বহিষ্কৃত হন।