নাসিক নির্বাচনে বিএনপির প্রধান সমন্বয়ক গয়েশ্বর

প্রকাশ: ২০১৬-১১-২৯ ১৩:০৯:৫৫


Goyeshorনারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচন পরিচালনা করবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে পুরান পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলেন এতথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হিসেবে কাজ করবেন- যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ সকল অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।