বাসায় বসে পায়ের যত্ন
আপডেট: ২০১৬-১১-২৯ ১৩:২৮:৫৮
নারীরা এখন ঘরে বাইরে সমান ভাবে ব্যস্ত। আর তারপরও পিছিয়ে নেই রূপ সচেতনতায়। ত্বক ও চুলের সাথে, হাত ও পায়েরও কিছু বিশেষ যত্ন প্রয়োজন। ব্যস্ত জীবনে পার্লারে যাওয়ার মত সময় এখন অনেকেরই হয়ে উঠেনা। সেক্ষেত্রে পেডিকিওর ম্যানিকিউর এখন বাসায় বসে করা সম্ভব। এর জন্য খুব বেশী সময়ের প্রয়োজন হয় না। মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মাসে অন্তত ২/৩ বার পেডিকিউর ম্যানিকিউর করা যেতে পারে।
হাত-পা পানি দিয়ে ধুয়ে মুলতানি মাটি, মধু ও গোলাপ জল দিয়ে পেস্ট তৈরি করে, ১৫ মিনিটের জন্য হাত-পায়ে লাগিয়ে রাখতে হবে। এরপর হাত ও পা ভালো করে ধুয়ে পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে ফেলতে হবে। এরপর ময়েসচারাইজিং লোশন পর্যাপ্ত পরিমানে দুহাতের কনুই পর্যন্ত আর দুপায়ের হাটু পর্যন্ত ভাল করে ম্যাসাজ করে নিতে হবে।