আড়াই ঘণ্টায় ২ কোম্পানি হল্টেড
প্রকাশ: ২০১৬-১১-২৯ ১৩:৪২:২২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে দুই কোম্পানির শেয়ারে। এতে কোম্পানি দুইটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। কোম্পানি দুইটি হচ্ছে- জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড ও জিলবাংলা সুগার মিল।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত জেনারেশন নেক্সটের স্ক্রিনে সর্বশেষ ১১ লাখ ৫৮ হাজার ৩৬২টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ৮ টাকা ২০ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭ টাকা ৫০ পয়সা।
অন্যদিকে জিলবাংলা সুগাররের স্ক্রিনে সর্বশেষ ৩৩ হাজার ৬২৬টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ২৩ টাকা ৭০ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২১ টাকা ৬০ পয়সা।