কলম্বিয়ায় দুর্ঘটনার শিকার বিমানটির ৭৬ আরোহীর মৃত্যু

প্রকাশ: ২০১৬-১১-২৯ ১৬:৩৪:০৩


brazil_teamব্রাজিলের ফুটবল দল বহনকারী বিধ্বস্ত সেই বিমানের ৮১ জন আরোহীর মধ্যে ৭৬ জনই মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এ খবর জানিয়েছে। ভাগ্যের জোরে মাত্র পাঁচ জন মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন।

জ্বালানি সংকটের কারণে স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১০টার দিকে বিমানটি কলম্বিয়ার পাহাড়ির এলাকায় বিধ্বস্ত হয়। পুলিশ কর্মকর্তা জোসে অ্যাকিভেডোর উদ্ধৃতি দিয়ে কলম্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ঘটনাস্থলেই ৭৫ জনের মৃত্যু হয়।

হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় অপর এক আরোহীর।  সাউথ আমেরিকান ক্লাব কাপ খেলার উদ্দেশ্যে কলম্বিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল ব্রাজিল ফুটবল দল। কলম্বিয়ার মেডেলিনের দল অ্যাতলেটিকো নাসিওনােলের বিপক্ষে ফাইনাল খেলার কথা ছিল ব্রাজিলের চাপিকোয়েন্স ফুটবল দলের।