আ. লীগ একাত্তরের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে: শফিকুল ইসলাম মাসুদ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-২৫ ১৭:০৪:২২


আওয়ামীলীগ একাত্তরের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর মতিঝিল টিএন্ডটি কলোনী মাঠে জামায়াতে ইসলামী মতিঝিল থানার কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, পলাতক শেখ হাসিনা বাংলাদেশে শুধুমাত্র ফাঁসিতে ঝোলার জন্য আসতে পারবেন।

মাসুদ বলেন, বাংলাদেশের চোখে চোখ রেখে কথা বলার সাহস আর কোনো দেশকে দেয়া হবে না। বাংলাদেশ আর কখনো অন্য কোনো রাষ্ট্রের সিদ্ধান্তের আলোকে পরিচালিত হবে না

ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে সীমান্তে আর একজনকে হত্যা করা হলে জামায়াতে ইসলামী ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে সীমান্তে লংমার্চ করতে বাধ্য হবে।

তিনি বলেন, একটা সময় আসবে ভারতকে মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না।

বিএইচ