ট্রাম্পকে নিয়ে এবার মোবাইল গেম

প্রকাশ: ২০১৬-১১-৩০ ১২:০৬:২০


trampযুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এবার তৈরি করা হল মোবাইল গেম। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে গেমটি। ‘থাম্প ইট আপ (Thump It Up)’ নামের গেমটি তৈরি করেছেন ভারতের কলকাতার ছেলে অ্যানিমেটর ও অ্যাপ ডেভেলপার শুভ্রনীল ধর। খবর এই সময়ের।

কী আছে ‘থাম্প ইট আপ’-এ?
এখানে ইউজার ডোনাল্ড ট্রাম্প হিসেবে খেলতে পারবেন। ট্রাম্পকে হোয়াইট হাউজ পর্যন্ত নিয়ে যেতে হবে। কিন্তু, হোয়াইট হাউজের রাস্তা সহজ নয়। পথে রয়েছে অনেক বাধা। সব অতিক্রম করে রিপাবলিক্যান প্রার্থীকে প্রেসিডেন্ট করাতে হবে।

স্যান্ড অ্যান্ড স্কাই প্রোডাকশনসের উদ্যোগে মজাদার এই গেমটি তৈরি করেন শুভ্রনীল ও তার পার্টনার। গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে ‘থাম্প ইট আপ’। তবে ট্রাম্পের বিশেষ ক্ষমতা আনলক করার জন্য পকেটের রেস্ত খসাতে হবে ইউজারকে। গেমটি ফেসবুক ইন্টারফেসও রয়েছে। যার মাধ্যমে গেম-এর রেজাল্ট শেয়ার করা যাবে ইউজারের ফেসবুক প্রোফাইলে।