মিরপুরে লুইস ঝড়
প্রকাশ: ২০১৬-১১-৩০ ১৫:৫৩:০০
জিম্বাবুয়েতে তিন জাতির সিরিজ থাকার কারণে শুরুতে না থাকলেও বিপিএলে ফিরেছেন ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস। আর প্রথম ম্যাচেই রংপুরের বিপক্ষে মাঠে নেমেই মিরপুরে ঝড় তুললেন ঢাকার এই ওপেনার। গত আসরের একমাত্র সেঞ্চুরিয়ান এভিন লুইস ৬টি ছক্কা ও দুই চারে মাত্র ২১ বলে অর্ধশতক পূরণ করেন।
আউট হওয়ার আগে ৮ ছক্কা আর ৩ চারে ৩৪ বলে ৭৫ রান তিনি। জিম্বাবুয়েতে তিন জাতির সিরিজ শেষ করে সোমবারই ঢাকায় আসেন ওয়েস্ট ইন্ডিজের এই ইনফর্ম ব্যাটসম্যান। তাকে দলে ঢুকাতে এদিন একাদশের বাইরে চলে যেতে হয়েছে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে। তবে ব্যাট হাতে ঝড় তুলে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।
বিপিএলের গত আসরে একমাত্র সেঞ্চুরিটি এসেছিল লুইসের ব্যাট থেকেই। তখন খেলেছিলেন বরিশাল বুলসের হয়ে। ওই ম্যাচটিতে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৫ বলে অপরাজিত ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এবার ঢাকার হয়ে খেলতে খেলছেন এ হার্ডহিটার ব্যাটসম্যান।