আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-২৬ ১৫:১৫:১০
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মুকুলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। একইসঙ্গে, আগামী ২৬ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
সকালে পুলিশ কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতারি পরোয়ানা চায় প্রসিকিউশন। এরপর শুনানি শেষে আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় মালেক নামে আরেক পুলিশ সদস্য গ্রেফতার আছে। তাকে যেকোনো দিন ট্রাইব্যুনালে হাজির করা হবে।
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদস্য মুকুলকে নবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এছাড়া, একই মামলায় উপপরিদর্শক (এসআই) মালেককে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
এর আগে, লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
এম জি