পাকিস্তানের কাছে মেয়ে ক্রিকেটারদের লজ্জার হার

প্রকাশ: ২০১৬-১১-৩০ ১৫:৫৯:৫৪


pakistanএশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতের পর এবার পাকিস্তানের কাছেও হেরেছে বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে বাংলাদেশ দল ৫৪ রানে অল আউট হয়েছিল। এবার পাকিস্তানের বিপক্ষে অলআউট হয়েছে মাত্র ৪৪ রানে।

বুধবার থাইল্যান্ডের ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে নিজেদের লজ্জার রেকর্ড নিজেরাই ভেঙেছে নারী দল। ৪৪ টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন সর্বনিম্ন রানের রেকর্ড।

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারে অল আউট হয় বাংলাদেশ। মাত্র ৯.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে ৪৫ রান তুলে ফেলে পাকিস্তান।